Posts

Showing posts from March, 2022

আমাদের সমাজব্যবস্হা বা মডার্ন নেক্রপলিস

Image
'Decay of Society' by Michael DeBonis আমাদের দেশের সমাজব্যবস্হা খুবই অদ্ভুত ধরনের। জানি এটি নতুন কোনো কথা না তারপরও বললাম। সবচেয়ে অবাক লাগে এটা ভেবে যে এখানে মানুষ নিজেদের বর্তমান পরিস্থিতিতেই খুশি থাকে বেশি। বিশেষকরে এদেশের মধ্যবিত্ত শ্রেণি। আমার তো মনে হয় এদেশের বেশিরভাগ মধ্যবিত্ত এটাই জানে না যে তারা মধ্যবিত্ত। এই শ্রেণি খুবই জটিল ভাবে সুপিরিয়রিটি কমপ্লেক্স আর ইনফেরিওরিটি কমপ্লেক্স এর মাঝামাঝি অবস্থান করছে। তারা সমাজের উচ্চবিত্ত শ্রেণিকে ভয়ানক ভাবে অনুকরণ করে ঠিকই, তবে ওদের মতো হওয়ার যে খিদে,আকাঙ্ক্ষা বা স্বপ্ন, এসব মধ্যবিত্ত শ্রেণিকে ভীত করে তোলে। আর নিজেদের চেয়ে নিচু অবস্থান এ যারা রয়েছে অর্থাৎ নিম্নবিত্ত শ্রেণির সাথে এরা অদ্ভুত ভাবে আচরন করে। তাদের জন্য পূর্নসমবেদনার তো কোন অভাব নেই( এদেশের বর্তমান বেশিরভাগ মধ্যবিত্তই কিন্তু এই নিম্নবিত্ত শ্রেণি থেকেই প্রমোশন পাওয়া, নিজেদের অতীতের কথা চিন্তা করেই হয়তো নিম্নবিত্তদের প্রতি সমবেদনা একটু বেশিই) আবার তাদের সামনে নিজেদের 'বড়লোক' দের কাছ থেকে অনুকরণ করা জীবন যাপন 'শো অফ' করতে বড়ই ভালোবাসে। নিজেদের কম্পফোর্ট জোনের...